এক ছবিতে তিন নায়িকা
- আপডেট সময় : ০৭:৩৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯ ৩৩৪ বার পড়া হয়েছে
৩০ ডিসেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, বিনোদন ডেস্ক :
নতুন সিনেমা নির্মাণের পাশাপাশি ঢালিউডে ব্যবসাসফল সিনেমার সংখ্যা ক্রমান্বয়ে কমছে। এত কিছুর মধ্যেও অনেক নির্মাতা ভালো সিনেমা দর্শকদের উপহার দেয়ার চেষ্টা করছেন। বছর শেষে ‘ইয়েস ম্যাডামথ নামে নতুন একটি সিনেমার কাজ সম্প্রতি শুরু হয়েছে। রকিবুল আলম রকিব পরিচালিত এ সিনেমায় একফ্রেমে প্রথমবার কাজ করছেন কেয়া, রেসি ও তানহা মৌমাছি। অনেকদিন পর বড় পর্দায় ফিরেছেন কেয়া ও রেসি। সবশেষ মুভি প্ল্যানেটের ব্যানারে কেয়া সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানিথ ছবিতে অভিনয় করেন। ২০১৫ সালের ৭ই আগস্ট ছবিটি মুক্তি পায়। এ ছবিতে তার নায়ক হিসেবে অভিনয় করেন সাইমন সাদিক।
সেই হিসেবে প্রায় চার বছর পর নতুন সিনেমায় কাজ করছেন কেয়া। অন্যদিকে ২০০৪ সালে বুলবুল জিলানীর ‘নীল আঁচলথ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন মৃদুলা আহমেদ রেসি। ক্যারিয়ারে এ পর্যন্ত ৪০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ তার অভিনীত চলচ্চিত্র বন্ধন বিশ্বাসের ‘শূন্যথ। এতে রেসির বিপরীতে অভিনয় করেছেন ওমর সানী। রেসিও অনেকদিন পর অভিনয়ে ফিরলেন। ‘ইয়েস ম্যাডামথ নামের নতুন সিনেমায় এ প্রজন্মের নায়িকা তানহা মৌমাছিও অভিনয় করছেন। এই তিন নায়িকার বিপরীতে অভিনয় করছেন আমিন খান, শিপন মিত্র ও আমান রেজা। রাজধানীর প্রিয়াংকা শুটিং হাউজ, ৩০০ ফিটের আসিয়ান সিটিতে এ সিনেমার প্রথম ধাপের শুটিং হয়েছে। এরপর সাভারে চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের শুটিং বাড়ি ‘দিপু ভিলাথ-তে বর্তমানে এ সিনেমার কাজ চলছে। লেডি অ্যাকশন ভিত্তিক সিনেমা ‘ইয়েস ম্যাডামথ-এ আরো অভিনয় করছেন অমিত হাসান, রেবেকা প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে টুঙ্গীপাড়া চলচ্চিত্র।