সংবাদ শিরোনাম ::
মেঘনায় জে এসসিতে জিপিএ-৫ এ সেরা সাহেরা লতিফ, শতভাগ পাশ চালিভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০২:০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ ১৮০ বার পড়া হয়েছে
৩১ ডিসেম্বর ২০১৯, আজকের মেঘনা ডটকম, মেঘনা সংবাদদাতা : আজ সারাদেশে একযোগে জে এসসি পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। কুমিল্লার মেঘনা উপজেলায় মোট ১২ টি বিদ্যালয়ের ফলাফল প্রকাশ করা হয় এর মধ্যে মানিকার চর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ৮ টি জিপিএ ৫ পেয়ে উপজেলায় শীর্ষে রয়েছেন, দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় ৫ টি জিপিএ -৫ পেয়ে ২য় স্থান অধিকার করেন । চালিভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় শতভাগ পাশ করে শতকরা হারে শীর্ষে রয়েছেন, সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ৯৯.৩৫ % পেয়ে ২ য় স্থান অধিকার করেন। অন্যদিকে ৭ টি বিদ্যালয়ে একটি ও জিপিএ ৫ পাননি। উল্লেখ্য মেঘনা পাইলট জুনিয়র স্কুল টি প্রথমবারের মতো অন্য বিদ্যালয়ের নামে রেজিষ্ট্রেশন করলেও পরিক্ষার্থীরা শতভাগ পাশ করেন।