সংবাদ শিরোনাম ::
শিগগিরই গণমাধ্যমকর্মী আইন মন্ত্রিসভায়: তথ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০১:৩৫:২১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০ ১৬৭ বার পড়া হয়েছে
১ জানুয়ারি ২০২০, আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট :
খুব শিগগিরই ‘গণমাধ্যমকর্মী আইনথ মন্ত্রিসভায় উত্থাপন করা হবে বলে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বুধবার জানিয়েছেন।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ আইনটি এখন পরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে আছে এবং শিগগিরই এটি মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।
অবৈধ ডিটিএইচ (ডিরেক্ট-টু-হোম) ডাউনলোড সংযোগের বিষয়ে তথ্যমন্ত্রী জানান, সারাদেশে অবৈধ ডিটিএইচ সংযোগের বিরুদ্ধে সোমবার থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। অবৈধ ডিটিএইচ সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে।
এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর থেকে পুরো ভারতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার ভারতে শুরু হয়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘এ মাসেই ভারতে বাংলাদেশ বেতার সম্প্রসারণ শুরু হবে।
খবর: ইউএনবি।