গজারিয়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন
- আপডেট সময় : ০১:৫৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০ ১৯১ বার পড়া হয়েছে
৩ জানুয়ারি ২০২০, আজকের মেঘনা ডটকম,
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার অন্যতম অরাজনৈতিক সংগঠন উপজেলা নাগরিক পরিষদ কর্তৃক আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভাশেষে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে শীত বস্ত্র চাদর ও কম্বল বিতরন করেছেন। শুক্রবার সকালে গজারিয়া উপজেলা নাগরিক পরিষদের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা সহ , “আমরা আছি যুদ্ধে, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরোদ্ধে” এই শ্লোগানকে সামনে রেখে একটি শোভাযাত্রা রসুলপুর বাজার থেকে বেরহয়ে উপজেলা চত্বর ঘুরে সংগঠনের অফিস কার্যালয়ে এসে শেষ করে।
আলোচনা সভায় প্রতিষ্ঠাতা সভাপতি হান্নান আহমেদ খান বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক সাবেক দুই দুইবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান রেফায়াত উল্লাহ খান তোতা। তিনি বলেন বর্তমানে উপজেলার সবচেয়ে বড় সমস্যা মাদক এই মাদক নির্মূলে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তাহার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন এই মর্মে অঙ্গীকার করেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রক্ত সঞ্চালনা বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মাজহারুল হক তপন,বিশিষ্ট সমাজ সেবক ও বাংলাদেশ কয়েল প্রস্তুতকারক এসোশিয়েশন সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, নাসির উদ্দিন মিয়াজী,বিশিষ্ট সাংবাদিক শফিক ঢালী, আরিফ সরকার ও সাবেক ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সাগর, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, রহমত উল্লাহ মোল্লা সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জি, এস, শাহীন খান। সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা হান্নান আহমেদ খাঁন বাবলু তার বক্তব্যে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিত আলোচনা করেন। সভা শেষে অসহায় দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হয়।