সংবাদ শিরোনাম ::
ঢাবি ছাত্রীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ১০:৪৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০ ১৮৫ বার পড়া হয়েছে
৬ জানুয়ারি ২০২০ আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে ফরেনসিক পরীক্ষায়। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সোহেল মাহমুদ এ তথ্য জানিয়েছেন। বেলা সোয়া তিনটার দিকে সোহেল মাহমুদ বলেন, ফরেনসিক পরীক্ষায় ওই ছাত্রীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তার গলায় নখের আচড় রয়েছে। হাতে পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। সারা পায়ে খোঁচা লাগার দাগ রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা নিচ্ছেন ওই ছাত্রী। নির্যাতিতা ছাত্রীর চিকিৎসার জন্য গাইনি বিভাগের অধ্যাপক সালমা রউফের নেতৃত্বে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।