ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আকাশে শয়তানের লাল শিং, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:৪০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০ ২৯২ বার পড়া হয়েছে

১৭ জানুয়ারি ২০২০, আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট :

ভোরের আকাশে দুটো লাল রঙের ‘শিং। গত বছর ২৬ ডিসেম্বর ভারতীয় উপমহাদেশ যখন সূর্যগ্রহণ দেখা নিয়ে ব্যস্ত।

ঠিক তখনই কাতারের আল ওয়াকরাহ শহরে ভোরের দিগন্তে ফুটে উঠল এক জোড়া গনগনে লাল শিং। আর এক ফটোগ্রাফারের ক্যামেরাতে বন্দি হল সেই অপূর্ব দৃশ্য। কী ভাবে দেখা মিলল এমন মহাজাগতিক শিং-এর?

‘ডেভিলস হর্নথ বা ‘শয়তানের শিংথ- এই নামেই পরিচিত এই দৃশ্য। আল ওয়াকরাহে সেই সময়ে ভোর হচ্ছে। দিগন্ত থেকে একটু একটু করে ভোরের সূর্য বেরিয়ে আসছে। স্বাভাবিকভাবেই তার রং লাল। সূর্যের ওপরের দিকের অংশ ঢেকে আছে চাঁদে। আর তার ফলেই শিং-এর আকার ধারণ করে সূর্য।

দিগন্ত থেকে সেই গ্রহণ লাগা সূর্যের উদয় চোখে পড়ে ফটোগ্রাফার এলিয়ান ক্যাসিওটিসের। তিনি তার ক্যামেরায় একের পর এক শটে ধরে ফেলেন এ বিরল দৃ্শ্য।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার ওয়েবসাইটে পিকচার অফ দ্য ডে হিসাবে পোস্ট করা হয় এই ছবি। আর তার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই শয়তানের শিং। খবর জিনিউজের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

আকাশে শয়তানের লাল শিং, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

আপডেট সময় : ০৫:৪০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০

১৭ জানুয়ারি ২০২০, আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট :

ভোরের আকাশে দুটো লাল রঙের ‘শিং। গত বছর ২৬ ডিসেম্বর ভারতীয় উপমহাদেশ যখন সূর্যগ্রহণ দেখা নিয়ে ব্যস্ত।

ঠিক তখনই কাতারের আল ওয়াকরাহ শহরে ভোরের দিগন্তে ফুটে উঠল এক জোড়া গনগনে লাল শিং। আর এক ফটোগ্রাফারের ক্যামেরাতে বন্দি হল সেই অপূর্ব দৃশ্য। কী ভাবে দেখা মিলল এমন মহাজাগতিক শিং-এর?

‘ডেভিলস হর্নথ বা ‘শয়তানের শিংথ- এই নামেই পরিচিত এই দৃশ্য। আল ওয়াকরাহে সেই সময়ে ভোর হচ্ছে। দিগন্ত থেকে একটু একটু করে ভোরের সূর্য বেরিয়ে আসছে। স্বাভাবিকভাবেই তার রং লাল। সূর্যের ওপরের দিকের অংশ ঢেকে আছে চাঁদে। আর তার ফলেই শিং-এর আকার ধারণ করে সূর্য।

দিগন্ত থেকে সেই গ্রহণ লাগা সূর্যের উদয় চোখে পড়ে ফটোগ্রাফার এলিয়ান ক্যাসিওটিসের। তিনি তার ক্যামেরায় একের পর এক শটে ধরে ফেলেন এ বিরল দৃ্শ্য।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার ওয়েবসাইটে পিকচার অফ দ্য ডে হিসাবে পোস্ট করা হয় এই ছবি। আর তার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই শয়তানের শিং। খবর জিনিউজের।