সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৪২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০ ১৮৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ- নারায়ণগঞ্জের যুদ্ধ কালীন গ্রুপ কমান্ডার আমিনুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন(কচি বাবু) সহ সোনারগাঁ উপজেলা ও নারায়ণগঞ্জ জেলাধীন সকল উপজেলার করোনার উপসর্গ এবং বিভিন্ন রোগে আক্রান্ত যে সব বীর মুক্তিযোদ্ধাগন ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা ও জীবিত বীর মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠান আজ ১০ জুলাই সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়।সামাজিক দূরত্ব বজায় রেখে সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব লিয়াকত হোসেন খোকা। আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার সোহেল রানা, সাবেক ডেপুটি কমান্ডার জনাব ওসমান গনি , সকল বীর মুক্তিযোদ্ধাগন এবং সন্তান কমান্ডের নেতৃবৃন্দ ।অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য সন্তান কমান্ডের নেতৃবৃন্দের মাঝে মাক্স বিতরণ করেন ।