জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটিতে জাবেদ রায়হান জয় ও আনিসুর রহমান বাবু
- আপডেট সময় : ০৪:৫৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০ ১৯৩ বার পড়া হয়েছে
শাহারুখ আহমেদঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কৃতি সন্তান যিনি দীর্ঘদিন যাবত জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নারায়নগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা ক্রীয়া সংস্থার যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসা আলহাজ্ব জাবেদ রায়হান জয় কে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে কেন্দ্রীয় জাতীয় পার্টি ও কেন্দ্রীয় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির পক্ষ হতে।
আলহাজ্ব জাবেদ রায়হান জয় নিপুণ দক্ষতার সঙ্গে সোনারগাঁ সহ নারায়ণগঞ্জের রাজনৈতিক গতিবিধি সঠিকভাবে রক্ষা করে দীর্ঘদিন যাবত রাজনীতির পথে অবিচল থেকে সমগ্র নারায়নগঞ্জ বাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করে আসছেন। বর্তমানে তার অগ্রসরের সফলতা কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব লাভের মাধ্যমে প্রকাশিত।
অন্যদিকে নারায়ণগঞ্জের আরো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আনিসুর রহমান বাবুকে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
জনগনের মতানুসারে কেন্দ্রীয় দুটি গুরুত্বপূর্ণ পদে নারায়নগঞ্জের দু’জন যোগ্যতা সম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে নির্বাচিত করায় জাতীয় পার্টির চেয়ারম্যান জনগনের বন্ধু জি এম কাদের, জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি, সাধারণ সম্পাদক হাজী মোঃ বেলাল হোসেনকে সোনারগাঁ সহ নারায়ণগঞ্জ বাসীর পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন।