বাংলাদেশ স্বাধীনতার মহা নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার মাসুম চেয়ারম্যান
- আপডেট সময় : ০১:২৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০ ১৭৬ বার পড়া হয়েছে
শাহারুখ আহমেদঃ নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে উপজেলার আওয়ামী লীগের আহবায়ক কমিটির উদ্যেগে বাংলাদেশ স্বাধীনতার মহা নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও ২১শে আগষ্ট গ্রেনেড হামলার নিহতের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
গত সোমবার সকাল থেকে দিনব্যাপি র্যালি, মিলাদ ও দোয়া এবং কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয় এর আগে কোরআন তেলোয়াত করা হয়। র্যালি শেষে উপজেলা কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
পিরোজপুর ইউপির প্রবীন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব তাজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু,পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা,যুগ্ম-আহবায়ক ডাক্তার মোহাম্মদ আতিক উল্লাহ, আওয়ামীলীগ নেতা আলী আকবর,ফজলুল হক,সোনারগাঁ উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, পিরোজপুর ইউনিয়ন যুবলীগ ও সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মোশাররফ হোসেন।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ,বারদী ইউনিয়নের যুবলীগের সভাপতি রাশেদ উদ্দিন আহমেদ মঞ্জু,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এম এ সালামসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগসহ অঙ্গ সংগঠক।