নালিতাবাড়ী সীমান্ত থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০১:৩৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০ ১৮৬ বার পড়া হয়েছে
৭ সেপ্টেম্বর ২০২০, আজকের মেঘনা ডটকম,
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের পাহাড় থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলার কাটাবাড়ি এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দিবাগত গভীর রাতে একটি মাদী বয়স্ক বন্যহাতি অসুস্থ অবস্থায় চলতে গিয়ে কাটাবাড়ি এলাকার জনৈক আব্দুস সাত্তারের বাগান সংলগ্ন এলাকায় পড়ে মরে থাকে। ভোরে স্থানীয় বাসিন্দারা হাতিটির মরদেহ দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে হাতিটির ময়নাতদন্তের জন্য স্থানীয় প্রাণী সম্পদ বিভাগকে খবর পাঠায়।
বন বিভাগের মধুটিলা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, হাতিটির পেটের বাম সাইডে একটি ছিদ্র রয়েছে। যা দেখতে গুলির ছিদ্রের মতো মনে হয়। তবে প্রাণী সম্পদ কার্যালয়ের লোকজন সুরতহাল দেখে বয়স্কজনিত কারণে মৃত্যু হতে পারে বলে মন্তব্য করেছেন।
স্থানীয় নয়াবিল ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান জানান, ভোররাতে বার্ধক্যজনিত কারণে হাতিটি মারা যেতে পারে।