সোনারগাঁয়ে জাতীয় পার্টির ওয়ার্ড সম্মেলনের মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৯:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ ১৫৯ বার পড়া হয়েছে
শাহারুখ আহমেদঃ নারায়নগঞ্জের সোনারগাঁ পৌরসভার আসন্ন সম্মেলন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁ) আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকার নির্দেশে পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা আজ ১৪ সেপ্টেম্বর উদ্ববগঞ্জ বাজারস্হ সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির আহ্বায়ক এম এ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাইম ইকবাল, উপজেলা জাতীয় পার্টির নেতা হাজী মোঃ রেজাউল করিম,হাজী গরীব নেওয়াজ,হাজী লিয়াকত আলী, হাজী মোহাম্মদ আলী, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মাহবুবুর রহমান কামাল,পৌরসভার কাউন্সিলর দুলাল মিয়া, নাইম ভূইয়া, মনিরুজ্জামান মধু, ফারুক আহমেদ তপন,রফিকুল ইসলাম,শাহজালাল,পারভীন আক্তার, জাহেদা আক্তার মনি, রিতা আক্তার,পৌরসভা জাতীয় পার্টির সদস্য সচিব শফিকুল ইসলাম শফি,অখিল উদ্দিন মেম্বার সাবেক কাউন্সিলর জসিমউদ্দিন,পৌরসভা জাতীয় পার্টি নেতা মোক্তার হোসেন, আক্তার হোসেন,গাজী মান্নান,আবু জাহের মোল্লা, মোশাররফ মোল্লা, আনোয়ার হোসেন মোল্লা, আমিন উদ্দিন, কবির হোসেন প্রমুখ। সভায় আগামী ১৭ ই সেপ্টেম্বর দরপত সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১ নং ওয়ার্ডের সন্মেলন, ১৯ শে সেপ্টেম্বর গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২নং ওয়ার্ড সম্মেলন, ২১শে সেপ্টেম্বর টিপুরদি সালাউদ্দিন সাহেবের বাড়ির সামনে ৩ নং ওয়ার্ড সম্মেলন, আগামী ২৩শে সেপ্টেম্বর রাইজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাংগনে ৪নং ওয়ার্ড সম্মেলন, আগামী ২৫শে সেপ্টেম্বর দুলাল কাউন্সিলরের বাড়িতে ৫নং ওয়ার্ড সম্মেলন, আগামী ২৭শে সেপ্টেম্বর বাগমহিষা বকুল তলায় ৬নং ওয়ার্ড সম্মেলন, আগামী ২৯শে সেপ্টেম্বর বেইস প্রাংগনে ৭নং ওয়ার্ড সম্মেলন,আগামী ১লা অক্টোবর পৌরসভা জাতীয় পার্টির কার্যালয়ে ৮নং ওয়ার্ড সম্মেলন এবং আগামী ৩ অক্টোবর সাহাপুরে ৯নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করা হয় ।