সংবাদ শিরোনাম ::
ধর্ষণের অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৫:২২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০ ১৬৫ বার পড়া হয়েছে
ব্ল্যাকমেইল করে ধর্ষণের অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাঙামাটি শহরের উত্তর কালিন্দীপুর এলাকায় হোটেল ডিগনিটি থেকে ভুক্তভোগী নারীসহ বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের সাবেক মেম্বার আলমগীরকে আটক করা হয়।
আলমগীর বরকল উপজেলা আওয়ামী লীগের নেতা বলে জানা গেছে। ভিকটিম নারীর বাড়ি জেলার বরকল উপজেলায়।ধর্ষণের শিকার নারী অভিযোগ করে বলেন, আলমগীর মেম্বার বিয়ের প্রলোভন দেখিয়ে বিগত ছয় বছর ধরে ধর্ষণ করে আসছিল। এর কারণে তার আগের সংসারের স্বামী তাকে ডিভোর্স দিয়েছে। কিন্তু আলমগীরকে বিয়ের কথা বললে বার বার এড়িয়ে যান।আমি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে সে আমার উপর ক্ষিপ্ত হয়। পরবর্তীতে আজ শুক্রবার আবার আমাকে ফোন করে হোটেলে দেখা করতে বলে এবং ব্যবসা করার জন্য এক লাখ টাকা দাবি করে। অন্যথায় আমার সাথে তোলা ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিবে বলে আমাকে হুমকিও দেয় আলমগীর মেম্বার।
ওই নারী বলেন, আমার অজান্তেই আলমগীর মেম্বার বিভিন্ন সময় ভিডিও ছবি তুলেছে সেটি আমি জানি না। তার হুমকিতে লোকলজ্জার ভয়ে আমি তার সাথে হোটেলে দেখা করতে আসি। এখানে সে আমার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে। পরবর্তীতে বিষয়টি আমি ফোনে আমার পরিচিত কয়েকজনকে জানালে তারা পুলিশসহ এসে হাতেনাতে আলমগীর মেম্বারকে আটক করে।
কান্নাজড়িত কন্ঠে ভুক্তভোগী নারী বলেন, আমার জীবনটা শেষ করে দিয়েছে আলমগীর মেম্বার। তার কারণে আমি এলাকায় যেতে পারি না। রাঙামাটি শহরে থেকেও তার কাছ থেকে নিস্তার পাচ্ছি না। অভিযুক্ত আলমগীর মেম্বারের কঠোর শাস্তির দাবি জানান তিনি।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিম কোতয়ালী থানায় মামলা দিয়েছে। মামলা গ্রহণ করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।