সংবাদ শিরোনাম ::
স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি আজ
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ১০:৪৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০ ১৯০ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি সোমবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ ওবায়দুল কাদের।
রবিবার (১৮ অক্টোবর) শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনাসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির তালিকা ‘দেখে দিলে’ আগামীকাল (সোমবার) কমিটি ঘোষণা করা হবে। সোমবার থেকে স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটির কার্য়ক্রম শুরু হবে।
এর আগে রোববার শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি থেকে বাদ পড়েন শ্রমিক লীগের প্রভাবশালী নেতা শাজাহান খান।