ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আগামী বছর ইংল্যান্ড সফরে যাচ্ছে টাইগার যুবারা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০২:৩৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ ১৯৩ বার পড়া হয়েছে

ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী বছর ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। স্বাগতিক ইংল্যান্ড ও বাংলাদেশ ছাড়া টুর্নামেন্টের অপর দলটি অস্ট্রেলিয়া অনুর্ধ্ব-১৯।

সূচি অনুযায়ী ২০২১ সালের আগস্টে অনুষ্ঠিত হবে সিরিজটি। প্রাথমিকভাবে  বাংলাদেশ যুব দলটি ছয়টি ম্যাচ খেলবে। আর যদি ফাইনালে উঠতে পারে  জুনিয়া টাইগাররা খেলবে সাতটি।

২০২০ আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সিরিজটি আয়োজন করা হচ্ছে। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ দল।

আসন্ন যুব বিশ্বকাপকে সামনে রেখে এরইমধ্যে গত সেপ্টেম্বরে অনূর্ধ্ব-১৯ দল গঠন করেছে বাংলাদেশ। গত ২৩ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ  ক্রীড়া শিক্ষা প্রাতিষ্ঠানে(বিকেএসপি) চার সপ্তাহের একটি আবাসিক ক্যাম্প  সম্পন্ন করেছে দলটি।

দক্ষতা ও মেধার ভিত্তিতে বিশ্বকাপের জন্য একটি চুড়ান্ত দল গঠন করা হয়েছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে এ দলটির খেলোয়াড়রাই অংশ নেবে।

বিসিবি গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার জানান, ‘ত্রিদেশীয় একটি সিরিজ খেলতে আমাদের অনূর্ধ্ব -১৯ দলটি আগামী বছর  ইংল্যান্ড সফরে যাচ্ছে’।

কাওসার বলেন,বাংলাদেশ ছাড়া সিরিজের অপর দুই দল হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।  উভয় দলের বিপক্ষে তিনটি করে আমরা মোট ছয়টি ম্যাচ খেলবো। এবং ফাইনালে উঠতে পারলে ফাইনাল খেলবো। এখনো পর্যন্ত  সিরিজের সূচি আগস্ট মাসেই আছে।  তবে সফরের তারিখ আমরা এখনো চুড়ান্ত করিনি। চুড়ান্ত হলে জানাবো।

বিকেএসপিতে গত ১ অক্টোবর নব গঠিত অনূর্ধ্ব-১৯ দলটির দ্বিতীয় আবাসিক ক্যাম্প শুরু হয়েছে। পূর্ব সূচি অনুযায়ী আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে হওয়ার কথা ছিল। এ টুর্নামেন্টকে সামনে রেখেই প্রস্তুতি চলছিল যুব দলটির। কিন্তু করোনার কারণে এশিয়ান ক্রিকেট কাউন্সিল(এসিসি) গত সপ্তাহে টুর্নামেন্টটি স্থগিত করেছে।

এশিয়া কাপ স্থগিত ও এরপর এক খেলোয়াড় ও এক সাপোর্ট স্টাফের করোনা উপসর্গ দেখা দেয়ায় বিসিবি আপাতত ক্যাম্পটি স্থগিত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

আগামী বছর ইংল্যান্ড সফরে যাচ্ছে টাইগার যুবারা

আপডেট সময় : ০২:৩৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০

ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী বছর ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। স্বাগতিক ইংল্যান্ড ও বাংলাদেশ ছাড়া টুর্নামেন্টের অপর দলটি অস্ট্রেলিয়া অনুর্ধ্ব-১৯।

সূচি অনুযায়ী ২০২১ সালের আগস্টে অনুষ্ঠিত হবে সিরিজটি। প্রাথমিকভাবে  বাংলাদেশ যুব দলটি ছয়টি ম্যাচ খেলবে। আর যদি ফাইনালে উঠতে পারে  জুনিয়া টাইগাররা খেলবে সাতটি।

২০২০ আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সিরিজটি আয়োজন করা হচ্ছে। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ দল।

আসন্ন যুব বিশ্বকাপকে সামনে রেখে এরইমধ্যে গত সেপ্টেম্বরে অনূর্ধ্ব-১৯ দল গঠন করেছে বাংলাদেশ। গত ২৩ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ  ক্রীড়া শিক্ষা প্রাতিষ্ঠানে(বিকেএসপি) চার সপ্তাহের একটি আবাসিক ক্যাম্প  সম্পন্ন করেছে দলটি।

দক্ষতা ও মেধার ভিত্তিতে বিশ্বকাপের জন্য একটি চুড়ান্ত দল গঠন করা হয়েছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে এ দলটির খেলোয়াড়রাই অংশ নেবে।

বিসিবি গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার জানান, ‘ত্রিদেশীয় একটি সিরিজ খেলতে আমাদের অনূর্ধ্ব -১৯ দলটি আগামী বছর  ইংল্যান্ড সফরে যাচ্ছে’।

কাওসার বলেন,বাংলাদেশ ছাড়া সিরিজের অপর দুই দল হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।  উভয় দলের বিপক্ষে তিনটি করে আমরা মোট ছয়টি ম্যাচ খেলবো। এবং ফাইনালে উঠতে পারলে ফাইনাল খেলবো। এখনো পর্যন্ত  সিরিজের সূচি আগস্ট মাসেই আছে।  তবে সফরের তারিখ আমরা এখনো চুড়ান্ত করিনি। চুড়ান্ত হলে জানাবো।

বিকেএসপিতে গত ১ অক্টোবর নব গঠিত অনূর্ধ্ব-১৯ দলটির দ্বিতীয় আবাসিক ক্যাম্প শুরু হয়েছে। পূর্ব সূচি অনুযায়ী আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে হওয়ার কথা ছিল। এ টুর্নামেন্টকে সামনে রেখেই প্রস্তুতি চলছিল যুব দলটির। কিন্তু করোনার কারণে এশিয়ান ক্রিকেট কাউন্সিল(এসিসি) গত সপ্তাহে টুর্নামেন্টটি স্থগিত করেছে।

এশিয়া কাপ স্থগিত ও এরপর এক খেলোয়াড় ও এক সাপোর্ট স্টাফের করোনা উপসর্গ দেখা দেয়ায় বিসিবি আপাতত ক্যাম্পটি স্থগিত রেখেছে।