ঈশ্বরদীতে জাল দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২
- আপডেট সময় : ০৩:৪৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০ ১৭৬ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে জাল দলিল তৈরি করার দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
এ ঘটনায় সাব-রেজিস্ট্রি কার্যালয়ের আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে ঈশ্বরদী থানায় মঞ্জু ও নওশের আলীর নামে মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামের মো. কলম প্রামাণিকের ছেলে ও কুষ্টিয়া জেলার কুমারখালী চকসাদিপুর গ্রামের নফসার আলীর ছেলে।
উপজেলা সাব-রেজিস্টার রাফায়েল ফাতেমি জানান, সাহাপুর ইউনিয়নের ১৫২৮ নম্বর খতিয়ানের জমির পরিমাণ ছিল ১৯ দশমিক ৮০ শতাংক। দলিল লেখক সাইদের সহযোগিতায় ভুয়া দাতা সাজিয়ে ৪ লাখ ১১ হাজার টাকা মূল্যের ভুয়া কাগজপত্র দিয়ে দলিল তৈরি করে জমি কেনাবেচার চেষ্টা করে ওই দুইজন। খবর পেয়ে পুলিশ তাদের হাতেনাতে আটক করে। এ সময় দলিল লেখক সাইদ সেখান থেকে পালিয়ে যায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে থানায় দুই প্রতারকের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।