ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে জাল দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৩:৪৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০ ২০৬ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে জাল দলিল তৈরি করার দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

এ ঘটনায় সাব-রেজিস্ট্রি কার্যালয়ের আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে ঈশ্বরদী থানায় মঞ্জু ও নওশের আলীর নামে মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামের মো. কলম প্রামাণিকের ছেলে ও কুষ্টিয়া জেলার কুমারখালী চকসাদিপুর গ্রামের নফসার আলীর ছেলে।

উপজেলা সাব-রেজিস্টার রাফায়েল ফাতেমি জানান, সাহাপুর ইউনিয়নের ১৫২৮ নম্বর খতিয়ানের জমির পরিমাণ ছিল ১৯ দশমিক ৮০ শতাংক। দলিল লেখক সাইদের সহযোগিতায় ভুয়া দাতা সাজিয়ে ৪ লাখ ১১ হাজার টাকা মূল্যের ভুয়া কাগজপত্র দিয়ে দলিল তৈরি করে জমি কেনাবেচার চেষ্টা করে ওই দুইজন। খবর পেয়ে পুলিশ তাদের হাতেনাতে আটক করে। এ সময় দলিল লেখক সাইদ সেখান থেকে পালিয়ে যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে থানায় দুই প্রতারকের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

ঈশ্বরদীতে জাল দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৩:৪৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০

ঈশ্বরদীতে জাল দলিল তৈরি করার দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

এ ঘটনায় সাব-রেজিস্ট্রি কার্যালয়ের আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে ঈশ্বরদী থানায় মঞ্জু ও নওশের আলীর নামে মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামের মো. কলম প্রামাণিকের ছেলে ও কুষ্টিয়া জেলার কুমারখালী চকসাদিপুর গ্রামের নফসার আলীর ছেলে।

উপজেলা সাব-রেজিস্টার রাফায়েল ফাতেমি জানান, সাহাপুর ইউনিয়নের ১৫২৮ নম্বর খতিয়ানের জমির পরিমাণ ছিল ১৯ দশমিক ৮০ শতাংক। দলিল লেখক সাইদের সহযোগিতায় ভুয়া দাতা সাজিয়ে ৪ লাখ ১১ হাজার টাকা মূল্যের ভুয়া কাগজপত্র দিয়ে দলিল তৈরি করে জমি কেনাবেচার চেষ্টা করে ওই দুইজন। খবর পেয়ে পুলিশ তাদের হাতেনাতে আটক করে। এ সময় দলিল লেখক সাইদ সেখান থেকে পালিয়ে যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে থানায় দুই প্রতারকের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।