সংবাদ শিরোনাম ::
বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ফেনীর তিন গ্রাম প্লাবিত
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৪:৫০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০ ১৭৬ বার পড়া হয়েছে
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার বিকেল থেকেই মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। পরে রাত ৯টার দিকে ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ২৫ ফুটের বেশি অংশ ভেঙে যায়। মুহূর্তের মধ্যে নদীর পানি ঢুকে পড়ে আশপাশের তিনটি গ্রামে।
এতে কয়েকশো পরিবারের বাড়িঘর ভেসে যাওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মাঠের আধা পাকা ধান ও পুকুরের মাছ। এর আগেও, গত ১৪ জুলাই ওই বাঁধের ৮টি স্থান ভেঙে প্লাবিত হয়েছিলো অন্তত ২০টি গ্রাম।