আ. লীগ নেতাকে গাছে বেঁধে নির্যাতন, ৬ জনকে পুলিশে দিলেন সাংসদ
- আপডেট সময় : ০৪:০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০ ১৯৭ বার পড়া হয়েছে
ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিণ শর্শদী গ্রামে আলী আকবর মেম্বার নামে প্রবীণ এক আ. লীগ নেতাকে নারী কেলেঙ্কারির মিথ্যা অপবাদ দিয়ে গাছে বেঁধে পিটিয়েছে এলাকার কিছু বখাটে। এ ঘটনায় ৬ জনকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আ. লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। সোমবার(০২ নভেম্বর) এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ওই এলাকার এক বিধবা নারীর সাথে স্থানীয় অপর এক ব্যক্তির দীর্ঘদিন ধরে জায়গা জমিন সংক্রান্ত বিরোধ চলে আসছে। এনিয়ে সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আ. লীগের সাবেক সভাপতি আলী আকবর নানাভাবে ওই নারীকে সহযোগিতা করে থাকেন। এর জেরে ক্ষুধ হয়ে এলাকার কিছু বখাটে গত শনিবার রাত ১০টার দিকে আলী আকবরকে কথা আছে বলে ডেকে নিয়ে তার হাত-পা বেঁধে বেদম মারধর করে।
এরপর গাছের সাথে বেঁধে আশপাশের দুটি মসজিদের মাইকে তিন সন্তানের জননী ওই নারীর ঘরে ‘অপকর্মের সময়’ তাকে ধরা হয় বলে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে জড়ো করেন। একপর্যায়ে ওই বৃদ্ধ আ. লীগ নেতার গলায় জুতার মালা পরিয়ে তাকে গাছে বেঁধে নির্যাতন করা হয়।
খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। এরপর আলী আকবর ফেনী জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
নির্যাতনের শিকার সাবেক ইউপি সদস্য আলী আকবর ও ওই নারী তার মেয়েকে নিয়ে সোমবার রাতে স্থানীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সাথে সাক্ষাত করে ঘটনাটি খুলে বলেন।
এ খবর এলাকায় জানাজানি হলে হামলাকারীরা এক বাস লোকজন নিয়ে নিজাম উদ্দিন হাজারির বাড়িতে হাজির হয়ে আলী আকবরসহ ওই নারীর নামে তাদের ‘সাজানো’ অপকর্মের নালিশ দেয়। নিজাম উদ্দিন হাজারী বিষয়টি বুঝতে পেরে ঘটনায় জড়িত ওই এলাকার শেখ আহম্মদের ছেলে রিয়াদ, আবদুল জলিলের ছেলে মনির, জয়নাল উদ্দিনের ছেলে আলাউদ্দিন, শামছুল হুদার ছেলে শাহাদাত হোসেন বাবুল, মৃত আরব আলীর ছেলে আবদুল হাকিম, মো. ইব্রাহিমের ছেলে ইয়াছিনকে পুলিশে সোপর্দ করে।
শর্শদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া জানান, মিথ্যা ঘটনা প্রচারে মাইকিংয়ে সহযোগিতা ও এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে দক্ষিণ শর্শদী এলাকার তাকিয়া মসজিদের ইমাম ও পাটোয়ারি বাড়ি মসজিদের মুয়াজ্জিনকে বরখাস্ত করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) ওমর হায়দার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।