সংবাদ শিরোনাম ::
কুয়েতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে’
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৫:৫৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০ ১৪৮ বার পড়া হয়েছে
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি) কুয়েতের নতুন প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সে সময় দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা হয়েছে। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) ও এইচওসি নিয়াজ মোর্শেদ।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান দায়িত্ব গ্রহণ করার পর থেকে কুয়েতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় করার লক্ষে কাজ করে যাচ্ছেন। এই ধারাবাহিকতায় তিনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা, পত্রিকার সম্পাদাকসহ বিভিন্ন গুরত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিভিন্ন প্রতিষ্ঠান ভিজিটের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এতে বর্তমান পরিস্থিতিতে পারস্পরিক স্বার্থ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে।