সংবাদ শিরোনাম ::
ঢাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৫:৪৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০ ১৫৮ বার পড়া হয়েছে
শীতের আগমনী বার্তার মাঝেই ঢাকায় গেল দুই দিন তাপমাত্রা বাড়তির দিকে ছিল। আজও এ অঞ্চলে তাপমাত্রা বাড়তে পারে। সোমবার (৯ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শবর্তী এলাকার আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা হালকা বাড়তে পারে।
ঢাকায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ১০ ডিগ্রি সেলসিয়াস। রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২০ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা না থাকায় দেশের নদীবন্দরে কোনো সতর্কবার্তাও নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।