ধামরাইয়ে গণধর্ষণ: ৫ জনের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৬:০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০ ১৯৯ বার পড়া হয়েছে
১১ নভেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
ঢাকার ধামরাইয়ে লেবু বাগানে নিয়ে গৃহবধূকে জোরপূর্বক গণধর্ষণের অভিযোগে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভুক্তভোগী নিজে বাদী হয়ে ধামরাই থানায় এ মামলাটি দায়ের করেন।
এর আগে গত ২৮ অক্টোবর ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের সন্ধিতারা এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে।
পরে উপজেলার চৌহাট ইউনিয়নের সন্ধিতারা গ্রামের বান্দু মিয়ার ছেলে শামীমকে প্রধান আসামী করে, তাজুল ইসলামের ছেলে মোশারফ , সাইফুল ইসলামের ছেলে রুবেল, হাসান আলীর ছেলে সোহেল, নুরু মিয়ার ছেলে সুমন হোসেনের বিরুদ্ধে মোট ৫ জনকে আসামী করে নারী ও শিশু আইনে ৯(৩)/৩০ ধারায় মামলা (নং-১৪) দায়ের করা হয়।
ভুক্তভোগী ওই গৃহবধূ মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ২৮ তারিখ রাতে সন্ধিতারা গ্রামের লেবু বাগানের পাশ দিয়ে যাবার সময় তাকে পাঁচ জনে মিলে পালাক্রমে গণধর্ষণ করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। পরে এ ঘটনায় আজ ধামরাই থানায় মামলা নারী ও শিশু আইন ২ (৩)/৩০ ধারায় দায়ের করা হয়।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) রাসেল মোল্লা বলেন, ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।