সোনারগাঁ সাংবাদিক পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৪৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ ২১২ বার পড়া হয়েছে
শাহারুখ আহমেদ- সোনারগাঁ উপজেলার সুপরিচিত সোনারগাঁ সাংবাদিক পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
২৪’শে নভেম্বর মঙ্গলবার উপজেলা কার্যালয়ের হলরুমে দোয়া মুনাজাত ও কেক কাটার মাধ্যমে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা এমপি, মূখ্য আলোচকের ভূমিকায় ছিলেন খুলনা বাগেরহাট-১১ এর সাংসদ এ্যাড. গ্লোরিয়া ঝর্না সরকার ও উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, উদ্বোধক ছিলেন ইউএনও আতিকুল ইসলাম ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম।
তাছাড়া সংগঠনে ষোল (১৬) জন সদস্য সহ বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দৈনিক আমাদের কন্ঠের নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আব্দুল শহীদ কাজল, জাতীয় কৃষক লীগের ধর্মবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন আলমগীর ও সোনারগাঁ উপজেলার করোনা যোদ্ধারা সহ আরো অনেকে।