নোয়াখালীতে ছুরিকাঘাতে হত্যা, আটক ১
- আপডেট সময় : ১২:২০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০ ১৬২ বার পড়া হয়েছে
৩ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম,নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় কাশেম মাঝি (৬০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত শফিক মিজিকে (৬৫) আটক করেছে।
বুধবার (২ ডিসেম্বের) সন্ধ্যা ৬টার দিকে দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের ইমান আলী এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।
নিহত কাশেম মাঝি উপজেলার চরজব্বর ইউনিয়নের চরপানা উল্যা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।
আটক শফিক মিজি একই এলাকার মৃত ফজলের রহমানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. জিয়াউল হক জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে মসজিদ থেকে নামাজ পড়ে যাওয়ার পথে কাশেম মাঝিকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে শফিক মিজি। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত শফিক মিজিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আটক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।