কাস্টিং কাউচ নিয়ে যা বললেন তামান্না
- আপডেট সময় : ০৫:৫৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০ ১৮৩ বার পড়া হয়েছে
১৭ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
রুপালি জগতের আলোর ঝলকানির পেছনে অন্ধকার দিকও রয়েছে। প্রায়ই কাস্টিং কাউচ, যৌন হেনস্তা, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ শোনা যায়। এ নিয়ে ইতোমধ্যে অনেক তারকা অভিনয়শিল্পী কথা বলেছেন।
এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন ‘বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া। তিনি বলেন, ‘সিনেমা জগতকে সহজেই টার্গেট করা হয়। প্রত্যেক সেক্টরের সমস্যা রয়েছে। আমার মনে হয় অভিনয়শিল্পীরা এ বিষয়ে বেশি সচেতন কারণ তারা সবসময় মানুষের নজরে থাকেন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই এ বিষয়ে নানা মন্তব্য করেন নেটিজেনরা। তামান্না বলেন, ‘আমাদের সবারই মত প্রকাশের অধিকার রয়েছে। কেউ আপনার চিন্তাধারা পছন্দ করবেন, আবার কেউ করবেন না। আপনাকে এটি মেনে নিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমকে খুব গুরুত্ব না দেওয়ায় ভালো। গঠনমূলক সমালোচনা মেনে নিয়ে বাকিগুলো এড়িয়ে যেতে হবে।’
তামান্নার পরবর্তী সিনেমা ‘বোল চুড়িয়া’। এতে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে অভিনয় করছেন তিনি। মুক্তির অপেক্ষায় তার ‘মহালক্ষ্মী’ সিনেমাটি। বলিউডের ‘কুইন’ সিনেমার রিমেক এটি। এছাড়া ‘সিটিমার’, বলিউডের ‘আন্ধাধুন’ সিনেমার রিমেকে দেখা যাবে তাকে।