খাল থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৭:২৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১ ১৭২ বার পড়া হয়েছে
২৭ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
পাবনার সুজানগরে একটি খাল থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ জুন) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।’
শনিবার (২৬ জুন) রাত ১০টায় উপজেলার হাটখালী ইউনিয়নের ভাদুরভাগ গ্রামের একটি খালের কচুরিপানার ভেতর থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম জানান, শনিবার রাতে ওই খালের কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা দেখেন স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।
সুজানগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহটি বিকৃত হয়ে গেছে। প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ এখানে ফেলে গেছেন দুর্বৃত্তরা। মরদেহটি ৩০ বছরের এক তরুণীর।
রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।