যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ
- আপডেট সময় : ০৭:৫৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১ ১৮০ বার পড়া হয়েছে
২৭ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
ম্যাট হ্যানককের পদত্যাগের পর যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদকে দায়িত্ব দেয়া হয়েছে। গত বছর জাভিদ অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন।
করোনার স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভেঙে সহকর্মীকে চুমু খাওয়ার ঘটনায় শনিবার পদত্যাগ করেন হ্যানকক। তার ওই ছবি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকটা চাপের মুখেই পদত্যাগে বাধ্য হয়েছেন তিনি। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ম্যাট হ্যানকক। গত মাস থেকে করোনার সংক্রমণ বাড়তে থাকা যুক্তরাজ্যে বিধিনিষেধ চললেও কাজের সময় সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি আইনি বাধ্যবাধকতার মধ্যে নেই। তবে যেখানে সম্ভব মানুষ দুই মিটার বা সংক্রমণের ঝুঁকি কমাতে অন্তত এক মিটার দূরত্ব বজায় রাখার পরামর্শ দেশটির সরকারের।