কুমিল্লায় পোশাক শ্রমিককে ধর্ষণচেষ্টা, যুবক আটক
- আপডেট সময় : ০৯:৩৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১ ১৫৬ বার পড়া হয়েছে
০২ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম,কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা ইপিজেড এলাকায় কাজ শেষে বাড়ি ফেরার পথে এক নারী শ্রমিককে (২০) ধর্ষণচেষ্টার অভিযোগে আজাদ (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে। সে নগরীর উনাইসার গ্রামের সেলিম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ইপিজেডের ১ নম্বর গেট থেকে অটোরিকশা ভাড়া নেন ওই নারী শ্রমিক। কিছুদূর যাওয়ার পর দিশাবন্দ-কালিকাপুর চৌমুহনী এলাকায় পৌঁছলে রিকশা বিকল হয়ে গেছে জানিয়ে তা থামানো হয়। পরে ওই তরুণী রিকশা থেকে নেমে ভাড়া দিতে গেলে চালক আজাদ তাকে ধর্ষণের চেষ্টা চালায় ও মারধর করে। এক পর্যায়ে ওই তরুণী অজ্ঞান হয়ে পড়লে চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই তরুণীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, বৃহস্পতিবার বিকেলে কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। ইপিজেড পুলিশ রাতেই আসামিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে।