সংবাদ শিরোনাম ::
সিলেটে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৯:১৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১ ২০০ বার পড়া হয়েছে
০৭ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৬ নম্বর দক্ষিণ রণিখাই ইউনিয়নের পূর্ণাছগাম গ্রামে এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন অনন্ত বিশ্বাসের ছেলে প্রাণেশ বিশ্বাস (২৬) ও সতি বিশ্বাসের ছেলে দিগেস বিশ্বাস (২১)। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত প্রাণেশ ও দিগেস সকালে দক্ষিণ রণিখাই ইউনিয়নের ফুতাধরি হাওরে মাছ ধরতে যান।
এ সময় ঝড়ের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।