ঢাকা ১১:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০২৪, ৬ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

সাগরে ডুবলো ‘এমভি ফুলতলা-১’

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৭:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১ ১৮১ বার পড়া হয়েছে

১০ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

সিমেন্ট শিল্পের কাঁচামাল নিয়ে ঢাকা যাওয়ার পথে হাতিয়া নতুন চ্যানেলের কাছে ডুবে গেছে লাইটার জাহাজ ‘এমভি ফুলতলা-১’।

শনিবার (১০ জুলাই) সকালে নৌরুটের ৪ ও ৫ নম্বর পজিশনের মধ্যে তিন-চার দিন আগে ডুবে যাওয়া বলগেটের সঙ্গে লেগে দুর্ঘটনাকবলিত হয় লাইটারটি।

বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নবী আলম বলেন, বিআইডব্লিউটিএকে আমরা বার বার জানিয়েছি ডুবে যাওয়া বলগেটের স্থানে বয়া দিয়ে মার্কিং করার জন্য। যদি তা করা হতো তাহলে ফুলতলা ডুবতো না। ওই এলাকায় প্রতিদিন গড়ে একটি দুর্ঘটনা ঘটছে।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন অফিসের সচিব এমএ রনি জানান, ফুলতলা-১ জাহাজের ১২ নাবিক এমভি আল মুত্তাকিন নামের একটি লাইটারেজ জাহাজে উঠতে সক্ষম হয়েছেন। ডুবে যাওয়া জাহাজের মালিক, এজেন্ট ও পণ্যের মালিকের নাম এখনো জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

সাগরে ডুবলো ‘এমভি ফুলতলা-১’

আপডেট সময় : ০৭:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১

১০ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

সিমেন্ট শিল্পের কাঁচামাল নিয়ে ঢাকা যাওয়ার পথে হাতিয়া নতুন চ্যানেলের কাছে ডুবে গেছে লাইটার জাহাজ ‘এমভি ফুলতলা-১’।

শনিবার (১০ জুলাই) সকালে নৌরুটের ৪ ও ৫ নম্বর পজিশনের মধ্যে তিন-চার দিন আগে ডুবে যাওয়া বলগেটের সঙ্গে লেগে দুর্ঘটনাকবলিত হয় লাইটারটি।

বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নবী আলম বলেন, বিআইডব্লিউটিএকে আমরা বার বার জানিয়েছি ডুবে যাওয়া বলগেটের স্থানে বয়া দিয়ে মার্কিং করার জন্য। যদি তা করা হতো তাহলে ফুলতলা ডুবতো না। ওই এলাকায় প্রতিদিন গড়ে একটি দুর্ঘটনা ঘটছে।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন অফিসের সচিব এমএ রনি জানান, ফুলতলা-১ জাহাজের ১২ নাবিক এমভি আল মুত্তাকিন নামের একটি লাইটারেজ জাহাজে উঠতে সক্ষম হয়েছেন। ডুবে যাওয়া জাহাজের মালিক, এজেন্ট ও পণ্যের মালিকের নাম এখনো জানা যায়নি।