ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মাদারীপুরে ইজিবাইক চালক কে কুপিয়ে ১ লক্ষ টাকা ছিনতাই

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৪:২৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১ ১৯৩ বার পড়া হয়েছে

২১ আগষ্ট ২০২১,আজকের মেঘনা ডটকম,

সুইটি আক্তার, মাদারীপুর।।

 

মাদারীপুরের শিবচর উপজেলায় মিজানুর রহমান বেপারী (৩০) নামে এক ইজিবাইক চালক গরু কিনতে হাঁটে যাওয়ার সময় ফাঁকা রাস্তায় একা পেয়ে পূর্বের শত্রুতার জের ধরে প্রতিপক্ষ হামলা চালিয়ে ইজিবাইক ভাংচুর ও কুপিয়ে আহত করে সাথে থাকা ১’লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
২১’আগস্ট শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শিবচর উপজেলার ভান্ডারি কান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।

ঘটনা, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়’ গত বুধবার ১৯’আগস্ট একটি বেসরকারি প্রতিষ্ঠান আশা নামক এনজিও মাঠ কর্মী ভান্ডারি কান্দি এলাকায় কিস্তির টাকা আদায় করিতে যায় হালিম চৌকিদার (৫৭) নামে এক বৃদ্ধার চায়ের দোকানীর কাছে চাঁ বিক্রতা হালিম চৌকিদার কিস্তির টাকা না দিতে পারিলে আশা এনজিওর মাঠ কর্মীর সাথে কথা-কাটাকাটি একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে ঐ সময়

মাহাবুব হাওলাদার (৫০) নামের এক সাবেক বিএনপির নেতা উপস্থিত থেকে কিস্তি আদায় করিতে আসা মাঠ কর্মীর পক্ষ হয়ে চাঁয়ের দোকানী হালিম চৌকিদার কে গায়ে হাত দেয় দেখে ফেঁলে পরে
ইজিবাইক চালক ও ভান্ডারি কান্দি ইউনিয়নের ২’নং ওয়ার্ড যুবলীগের সভাপতি, মিজানুর রহমান বেপারী (৩০), নামের সহ কয়েকজন মিলে হালিম চৌকিদার ও কিস্তি আদায় করিতে আসা মাঠ কর্মীর কথা-কাটাকাটি – হাতাহাতির ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে ২২’আগস্ট সকাল ১০-ঘটিকায় এক মিমাংসা বৈঠক বসার কথা বলে দেয়। এছাড়া আরো জানা যায় গত ১৫” আগস্ট বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের জাতীয় শোক দিবস উপলক্ষে ভান্ডারি কান্দি এলাকায় এক অনুষ্ঠিত দোয়া মাহফিলে ঐ ২’নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মিজানুর রহমান বেপারী বিএনপি জামাত শিবির নিয়ে কটাক্ষ করে বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যের জের ধরে আজ ২১” আগস্ট সকাল সাড়ে ৯’ ঘটিকায় গরু কিনতে হাঁটে যাওয়ার সময় ফাঁকা রাস্তায় একা পেয়ে

প্রতিপক্ষ মাহাবুব হাওলাদার (৫০) রিপন হাওলাদার (৫৫)নামের সহ অজ্ঞাত আরো অনেক মিলে ছুরি, রামদা, লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে এবং কুপিয়ে আহত করে ইজিবাইক ভাংচুর ও গরু কিনতে সাথে থাকা ১’লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
আহত মিজানুর রহমান বেপারী শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে। ভুক্তভোগী স্বজনদের দাবি আমরা গরীব ইজিবাইক চালিয়ে দৈনিক ৩০০’৫০০’ করে টাকা কামাই করে আনলে তা দিয়ে সংসার চলে সেই রুজিরোজগারের পথ ও বন্ধ করে দিয়েছে, কুপিয়ে আহত ও ইজিবাইক ভাংচুর করে আমরা এর বিচার চাই।

এ বিষয় শিবচর থানার ওসি মোঃ মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে সাথে সাথা পুলিশ পাঠিয়েছি ঘটনা স্থানে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে’ তবে থানায় এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

মাদারীপুরে ইজিবাইক চালক কে কুপিয়ে ১ লক্ষ টাকা ছিনতাই

আপডেট সময় : ০৪:২৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১

২১ আগষ্ট ২০২১,আজকের মেঘনা ডটকম,

সুইটি আক্তার, মাদারীপুর।।

 

মাদারীপুরের শিবচর উপজেলায় মিজানুর রহমান বেপারী (৩০) নামে এক ইজিবাইক চালক গরু কিনতে হাঁটে যাওয়ার সময় ফাঁকা রাস্তায় একা পেয়ে পূর্বের শত্রুতার জের ধরে প্রতিপক্ষ হামলা চালিয়ে ইজিবাইক ভাংচুর ও কুপিয়ে আহত করে সাথে থাকা ১’লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
২১’আগস্ট শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শিবচর উপজেলার ভান্ডারি কান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।

ঘটনা, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়’ গত বুধবার ১৯’আগস্ট একটি বেসরকারি প্রতিষ্ঠান আশা নামক এনজিও মাঠ কর্মী ভান্ডারি কান্দি এলাকায় কিস্তির টাকা আদায় করিতে যায় হালিম চৌকিদার (৫৭) নামে এক বৃদ্ধার চায়ের দোকানীর কাছে চাঁ বিক্রতা হালিম চৌকিদার কিস্তির টাকা না দিতে পারিলে আশা এনজিওর মাঠ কর্মীর সাথে কথা-কাটাকাটি একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে ঐ সময়

মাহাবুব হাওলাদার (৫০) নামের এক সাবেক বিএনপির নেতা উপস্থিত থেকে কিস্তি আদায় করিতে আসা মাঠ কর্মীর পক্ষ হয়ে চাঁয়ের দোকানী হালিম চৌকিদার কে গায়ে হাত দেয় দেখে ফেঁলে পরে
ইজিবাইক চালক ও ভান্ডারি কান্দি ইউনিয়নের ২’নং ওয়ার্ড যুবলীগের সভাপতি, মিজানুর রহমান বেপারী (৩০), নামের সহ কয়েকজন মিলে হালিম চৌকিদার ও কিস্তি আদায় করিতে আসা মাঠ কর্মীর কথা-কাটাকাটি – হাতাহাতির ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে ২২’আগস্ট সকাল ১০-ঘটিকায় এক মিমাংসা বৈঠক বসার কথা বলে দেয়। এছাড়া আরো জানা যায় গত ১৫” আগস্ট বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের জাতীয় শোক দিবস উপলক্ষে ভান্ডারি কান্দি এলাকায় এক অনুষ্ঠিত দোয়া মাহফিলে ঐ ২’নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মিজানুর রহমান বেপারী বিএনপি জামাত শিবির নিয়ে কটাক্ষ করে বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যের জের ধরে আজ ২১” আগস্ট সকাল সাড়ে ৯’ ঘটিকায় গরু কিনতে হাঁটে যাওয়ার সময় ফাঁকা রাস্তায় একা পেয়ে

প্রতিপক্ষ মাহাবুব হাওলাদার (৫০) রিপন হাওলাদার (৫৫)নামের সহ অজ্ঞাত আরো অনেক মিলে ছুরি, রামদা, লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে এবং কুপিয়ে আহত করে ইজিবাইক ভাংচুর ও গরু কিনতে সাথে থাকা ১’লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
আহত মিজানুর রহমান বেপারী শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে। ভুক্তভোগী স্বজনদের দাবি আমরা গরীব ইজিবাইক চালিয়ে দৈনিক ৩০০’৫০০’ করে টাকা কামাই করে আনলে তা দিয়ে সংসার চলে সেই রুজিরোজগারের পথ ও বন্ধ করে দিয়েছে, কুপিয়ে আহত ও ইজিবাইক ভাংচুর করে আমরা এর বিচার চাই।

এ বিষয় শিবচর থানার ওসি মোঃ মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে সাথে সাথা পুলিশ পাঠিয়েছি ঘটনা স্থানে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে’ তবে থানায় এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।