আপডেট সময় :
০৯:৫৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
১৪৩
বার পড়া হয়েছে
১৮ মার্চ ২০২২,আজকের মেঘনা ডটকম, মেঘনা প্রতিনিধি : মেঘনা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালী, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মেঘনা থানা, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠন।
(বিজ্ঞাপন)
অউপজেলা প্রশাসন আয়োজিত র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়,উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ সালাম, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন, সহকারী কমিশনার ভুমি লিটন চন্দ্র দে,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জালাল হোসেন, পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার কামাল উদ্দিন, ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম, রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।