কাপড়ের ব্যবসার পর এবার রেস্টুরেন্ট খুললেন মাহি
- আপডেট সময় : ০৮:৩৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২ ২৭৮ বার পড়া হয়েছে
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকারের বিয়ে পর সেইভাবে তাকে আর দেখা যাই না মিডিয়াতে। তিনি কোনো নতুন সিনেমা অভিনয় করা জন্য চুক্তি হননি। আগের চুক্তি বন্ধ সিনেমাগুলো শুটিং করছেন।
নতুন সিনেমার চুক্তি না হওয়া কারণ জানালেন মাহিয়া মাহি ‘ব্যবসা করা দিকে মন দিয়েছি। শিগগিরই রেস্টুরেন্ট চালু করতে যাচ্ছি গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে। সেইখানে তিনটি ফ্লোর নিয়ে এই রেস্টুরেন্টের আয়তন ছয় হাজার বর্গফুটের বেশি। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার থাকবে। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে পুরোদমে এখন ওটারই কাজ চলছে।
আমি আসলে এই কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। সবাই তো ভাবছিলেন, আমি মা হতে যাচ্ছি, তাই সবার কাছ থেকে আড়ালে ছিলাম। সবাইকে বলতে চাই, বিষয়টা মোটেও তেমন কিছু নয়। আমি আমার মতো করে ছবির শুটিংও কিন্তু করছি। এক সপ্তাহ ধরে ঢাকার পাশে পুর্বাচলে “অফিসার” নামে একটি চলচ্চিত্রের শুটিং করছি। শুটিংয়ে ফাঁকে রেস্টুরেন্টের ইন্টেরিয়রের কাজ দেখভাল করতেও হচ্ছে।’
মাহি আরও বলেন , তার রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে ‘ফারিশতা’। রোজার শুরুতেই এই ‘ফারিশতা’ চালু করতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে এক্সপার্ট শেফ নিয়োগ দিয়েছি। খাবারের মানের ব্যাপারে বিন্দুমাত্র আপস করছি না। রোজার শুরুতেই হরেক রকমের ইফতার বিক্রি শুরুর মধ্য দিয়ে এই রেস্টুরেন্টের যাত্রা শুরু করছি।’
রেস্টুরেন্টের নাম ফারিশতা দেওয়ার পেছনে একটি কারণও আছে বলে জানালেন মাহি। তিনি বললেন, ‘এটি আমার ভীষণ পছন্দের একটি নাম। যদি কখনো মেয়ের মা হই, তাহলে তার নাম রাখব ফারিশতা।’
রেস্টুরেন্ট ব্যবসার আগেও মাহিয়া মাহি ‘ভারা’ নামে একটি ফ্যাশন হাউজের ব্যবসা ছিল।