আজ মেঘনায় ডিজিটাল উদ্ভাবনী মেলা
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় :
১২:০৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
১১৩
বার পড়া হয়েছে
৮ নভেম্বর ২০২২ইং,আজকের মেঘনা ডটকম,
মেঘনা প্রতিনিধি।।
আজ মঙ্গলবার মেঘনায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে গতকাল সোমবার মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)রাবেয়া আক্তার তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে ইউএনও জানান, মেলায় বিষয়ভিত্তিক ৪টি প্যাভিলিয়নে (উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান) উপজেলার সরকারি-বেসরকারি দপ্তর তাদের স্ব-স্ব কার্যক্রম প্রদর্শনের মাধ্যমে অংশগ্রহণ করবে। উদ্ভাবনী উদ্যোগ এবং স্টার্টআপ সেরা ৩টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। মেলার শুরুতে সকলের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ সময় ইউএনও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
নিউজটি শেয়ার করুন