মেঘনায় কৃষক কলাকৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় :
০৬:০১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
৯৪
বার পড়া হয়েছে
১৭ ডিসেম্বর ২০২২ইং, আজকের মেঘনা ডটকম,
নাইমুল ইসলাম শহিদ, মেঘনা।।
কুমিল্লার মেঘনা উপজেলায় তেল জাতীয় ফসলের উন্নত জাত ও উৎপাদন কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মানিকার চর এল এল মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয় । বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী মো. আখতার উজ জামানের উদ্যোগে ও উপস্থাপনায় কর্মশালা টি অনুষ্ঠিত হয়। দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় ৩০ জন কৃষক অংশগ্রহণ করেছেন।তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি” প্রকল্প (বারি অংগ) এর অর্থায়নে ও কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করা প্রতিষ্ঠান, “তৈলবীজ গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর” এর বাস্তবায়নে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, তৈলবীজ গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, গাজীপুর এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফেরদৌসী বেগম। বিশেষ অতিথি ছিলেন, তৈলবীজ গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, গাজীপুর এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাসুদ করিম। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, কুমিল্লার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ওবাদুল্লাহ কায়ছার। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন মতিঝিল ঢাকার উপ-ব্যবস্থাপক মোঃ আলাউদ্দিন মিঞা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক, মো সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত বক্তারা বলেন কৃষকের উন্নয়ন মানে দেশের উন্নয়ন তাই কৃষককে এগিয়ে নিয়ে যেতে হবে। উপস্থিত কৃষি বিজ্ঞানীরা বলেন স্থানীয় জাতের সরিষা চাষ করে উক্ত বারি সরিষা- ১৭ চাষ করলে কৃষক আর্থিকভাবে অনেক বেশি লাভবান হবে। উল্লেখ্য বিগত দিনেও কৃষি বিজ্ঞানী আখতারুজ্জামান মৌসুমের শুরুতে নিজ এলাকায় সাতানী টিটির চর কান্দারগাও গ্রামের কৃষকদের মাঝে ২১ বিঘা জমিতে বাড়ি সরিষা ১৮ জাতের বিনামূল্যে বিতরণ করেন এবং ভালো উপকৃত হন কৃষকরা।
নিউজটি শেয়ার করুন