বাস চাপায় অটোরিক্সার দুই যাত্রী নিহত॥ আহত ২
- আপডেট সময় : ০৬:১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ ৮০ বার পড়া হয়েছে
২৪ মার্চ ২০২৩ ইং, আজকের মেঘনা ডটকম, নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর বাসষ্ট্যান্ড নামক স্থানে তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি যাত্রীবাহী অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী ইয়াকুব (২৮) ও জোসনা আক্তার(৫০) নিহত হয়৷
এঘটনায় নিহত জোসনা আক্তারের ৬ বছরের নাতনি নুসরাত জাহান ও অটোরিক্সার চালক মাজহারুলকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷
শুক্রবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপজেলার রায়পুর বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন৷
নিহতরা হলেন- দ্বেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের কাসেম মিয়ার স্ত্রী জোসনা আক্তার (৫০) ও মালিখিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইয়াকুব (২৮)
প্রত্যক্ষদর্শীরা ও এলাকাবাসী জানায়, উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নের মালিখিল থেকে আসা একটি অটোরিক্সা মহাসড়কের রায়পুর বাসষ্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অটোরিক্সায় থাকা নারী যাত্রী জোসনা আক্তার ঘটনাস্থলেই মারা যান। আর হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেক যাত্রী মালিখিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইয়াকুব । আশঙ্কাজনক অবস্থায় অটোরিক্সার চালক মাজহারুল এবং নিহত জোসনা আক্তারের নাতনি নুসরাত জাহানকে (৬) ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।এদিকে তিশা পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে রয়েছে৷